তথ্য-প্রযুক্তি
0

মহাকাশ বিজ্ঞানে শিশু-কিশোরদের উৎসাহ দিতে অনুষ্ঠিত হচ্ছে এস্ট্রনট ক্যাম্প

ইজামুল এহসান
ঢাকা

মহাকাশ বিজ্ঞানকে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এস্ট্রনট ক্যাম্প।

শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞানে উৎসাহিত করতে ও মহাকাশের বিভিন্ন বিষয়ে জানানোর উদ্দেশ্যে ৪ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্পের যৌথ উদ্যোগে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এস্ট্রনট ক্যাম্প।

আয়োজক সূত্রে জানা যায়, সারা দিনব্যাপী এ আয়োজনে থাকছে অ্যাপোলো মিশন, মার্স রোভার, মুন রোভার নিয়ে স্পেস টক, সেই সঙ্গে থাকছে হাতে কলমে মডেল রকেট তৈরি, স্পেসের আদলে রোবট তৈরি, ভি আর বেইস এস্ট্রনট ট্রেইনিং এবং কুইজ কম্পিটিশন। এর বাইরেও বিশেষ চমক হিসেবে থাকছে এস্ট্রনট ফটো বুথ, যেখানে শিশু-কিশোররা এস্ট্রনট ড্রেস পড়ে ছবি তুলতে পারবে।

আগামী ৯ মার্চ চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হবে এ আয়োজনটি। যেখানে জেলার বিভিন্ন স্কুল থেকে কয়েকশ’ বাচ্চা অংশ নেবে।

আয়োজনটিতে ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ ও আইটি পার্টনার রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।

আয়োজনটিতে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে এই ঠিকানায়-

https://chadpur.spaceolympiadbd.com/

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর