তথ্য-প্রযুক্তি
0

প্রযুক্তি খাতে অস্থিরতা কাটছে না

বছরের শুরুতেই চাকরি হারালেন ৩২ হাজার কর্মী

প্রযুক্তি খাতের অস্থিরতা যেন কাটছেই না। সবশেষ সোমবার ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে স্ন্যাপচ্যাট। এই নিয়ে চলতি বছর প্রায় ৩২ হাজার কর্মী চাকরি হারিয়েছেন।

গত বছর বিশ্বব্যাপী দুই লাখ ৪০ হাজার কর্মী ছাঁটাই করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এ সংখ্যাটি ২০২২ সালের চেয়ে ৫০ শতাংশ বেশি।

স্টার্টআপ প্রতিষ্ঠান লে অফস-এর প্রতিবেদন বলছে, ব্যয় সংকোচন নীতিতে হাঁটছে টেক প্রতিষ্ঠানগুলো। তাই করোনা মহামারির সময় নিয়োপপগকৃত অতিরিক্ত কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। অন্যদিকে ছাঁটাইকৃত কর্মীদের জায়গা নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।