গেমারদের কাছে অন্যতম জনপ্রিয় গেম 'ওয়ারথান্ডার'। অনলাইন এই গেমটিতে মাল্টিপ্লেয়ারের সুবিধা থাকায় বর্তমান ও ঐতিহাসিক বিভিন্ন সমরাস্ত্র নিয়ে খেলতে পারেন গেমাররা। এবার ওয়ারথান্ডার গেমের একদল ব্যবহারকারী এমটু-এটু ব্র্যাডলি ট্যাঙ্কের যাবতীয় তথ্য ফাঁস করলেন।
গেমটির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান গাইজিন এন্টারটেইনমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, মাল্টিপ্লেয়ার মোডে গেম চলাকালীন সময়ে ব্র্যাডলি ট্যাঙ্কের বিষয়ে আলোচনা করেন গেমাররা। উত্তপ্ত আলোচনার একপর্যায়ে ওয়ারথান্ডার ফোরামে একজন গেমার শেয়ার করেন ট্যাঙ্কের ব্যবহারবিধির দুই পাতা তথ্য। স্পর্শকাতর হওয়ায় কয়েক মিনিটের ব্যবধানে গেমের মডারেটররা তথ্যগুলো সরিয়ে ফেললেও রেডিট, ডিসকর্ডসহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ট্যাঙ্কটির ব্যবহারবিধি ছড়িয়ে পড়ে।
ফাঁস হওয়া দুই পাতায় ট্যাঙ্কের কমান্ডার হ্যাচের বিবরণসহ বিস্তারিত তথ্য ছিলো। মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বিএই'র বিশেষ ট্যাঙ্কটির তথ্যের অ্যাক্সেস শুধুমাত্র পেন্টাগনের পাশাপাশি ক্রেতা দেশ কিংবা প্রতিষ্ঠানগুলো পেতে পারে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন ব্যবহার করছে দুই শতাধিক ব্র্যাডলি ট্যাঙ্ক। ফাঁস হওয়া তথ্য কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারে মস্কো এমনটাই ধারণা সামরিক বিশেষজ্ঞদের।
শুধু ব্র্যাডলি ট্যাঙ্কই নয়, চলতি বছর ওয়ারথান্ডার গেমাররা এফ-ফিফটিন, এফ-সিক্সটিন, এফ-১১৭ যুদ্ধবিমানসহ অসংখ্য সমরাস্ত্রের তথ্য ফাঁস করেছেন।