দেশের উন্নয়ন যাত্রায় বড় ভূমিকা রাখছেন মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যার মধ্যে অন্যতম সৌদি আরব। মরুময় দেশটির বিভিন্ন সেক্টরে কাজ করছেন ৩০ লাখ প্রবাসী।
গেল চার বছর ধরে বন্ধ রয়েছে সৌদি আরবে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক কার্গো চলাচল। এতে করুণ অবস্থায় দিন পার করছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বেকার হয়ে গেছেন প্রায় ১০ হাজার শ্রমিক। আবারও বিমানের কার্গো সেবা চালুর আশায় অনেকে সহায় সম্বল বিক্রি করে অফিস চালাচ্ছেন সৌদি আরবে।
একজন প্রবাসী ব্যবসায়ী বলেন, 'আমাদের এখানে কার্গো সেক্টরে যারা জড়িত তাদের মধ্যে রিয়াদ এবং বাথার এদিকে প্রায় কয়েক হাজার মালিক ও কর্মচারী বেকার হয়ে গেছে। অনেকে কার্গোর এই সমস্যার কারণে রিয়াদ থেকে পালিয়ে গেছে। অনেকে এখনও জরিমানা দিয়ে টিকে আছে। আমাদের বর্তমান সরকারের উপদেষ্টারা যদি আমাদের কার্গোটা চালু করে দেয় তাহলে আমরা প্রবাসীরা উপকৃত হবো, দেশ উপকৃত হবে।'
সৌদি আরবের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। তবুও অজানা কারণে বাংলাদেশে কার্গো মালামাল পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। খেজুর, জায়নামাজ ও কম্বলসহ বিভিন্ন পণ্য দেশে পাঠাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রবাসীদের। তাই এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সুদৃষ্টি দেয়ার আহ্বান সৌদি আরবের ট্রাভেলস অ্যান্ড কার্গো ব্যবসায়ীদের।
রিয়াদ বাংলাদেশ কার্গো অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুস সাত্তার বলেন, 'এখানে পচনশীল অনেক পণ্য আছে। কিছু খেজুর, ট্যাং, দুধ পঁচে গলে নষ্ট হয়ে গেছে। প্রতিনিয়ত আমাদের কাস্টমার ও প্রবাসীদের সাথে আমাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। বিমান চলাচল করছে, সেও খালি চলছে। তবুও পণ্য নিয়ে যাচ্ছে না।'
কার্গো সেবা বন্ধ থাকায় প্রতিবছরই রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। প্রবাসীদের দাবি, দ্রুতই চালু হোক বাংলাদেশ বিমানের বাণিজ্যিক কার্গো চলাচল। একইসঙ্গে দেশের অর্থনীতিতে যুক্ত হোক বৈদেশিক অর্থ।