পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন করতে ভোগান্তিতে লেবাননের প্রবাসীরা

লেবাননের প্রবাসীদের কর্মশালা
লেবাননের প্রবাসীদের কর্মশালা | ছবি: এখন টিভি
0

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হয়েছে পোস্টাল ভোট ব্যবস্থা। তবে রেজিস্ট্রেশন করতে গিয়ে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন লেবাননে থাকা লক্ষাধিক প্রবাসী। দুই দফায় সময় বাড়ানো হলেও কাটেনি সমস্যার জট। যদিও সমাধানে আশ্বাস দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

প্রথমবারের মতো বিদেশের মাটিতে বসেই ভোট দেয়ার ঐতিহাসিক সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে এটি কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

লেবাননে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন। বারবার চেষ্টা করেও মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন না হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া মাঝপথেই আটকে যাচ্ছে। প্রবাসীদের অভিযোগ, বারবার স্ক্রিনে উঠে আসছে কারিগরি ত্রুটিজনিত সমস্যা।

রেজিস্ট্রেশনের সময়সীমা এর মধ্যে দুই দফায় বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে অনেকেই পাচ্ছেন না প্রত্যাশিত ওটিপি। বিশেষ করে লেবাননের মোবাইল নেটওয়ার্ক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ।

আরও পড়ুন:

লেবাননের প্রবাসীদের মধ্যে একজন বলেন, ‘রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা ওটিপি ঠিকভাবে পাচ্ছি না। এ কারণে আমাদের ভোটার রেজিস্ট্রেশন করা ব্যাহত হচ্ছে।’

অন্য একজন বলেন, ‘প্রবাসে থেকে আমরা প্রথম ভোট দিতে পারবো। আমরা অনেক খুশি আমাদের এগুলো সুযোগ করে দেয়ার জন্য। কিন্তু নিবন্ধনটা আমরা করতে পারছি না। এটা নিয়ে হতাশা আছে।’

এদিকে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার বিষয়ে অবগত আছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেয়া হয়েছে।

ভোটাধিকার প্রয়োগে বিকল্প রেজিস্ট্রেশন ব্যবস্থা ও হেল্পডেস্ক চালুর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

এসএস