খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্যে সেমিনারের আয়োজন

ভয়েস ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে আয়োজিত সেমিনার
ভয়েস ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে আয়োজিত সেমিনার | ছবি: এখন টিভি
0

যুক্তরাজ্যে একটি আন্তর্জাতিক সেমিনারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন লর্ড মেম্বার, ব্রিটিশ এমপি, মানবাধিকার কর্মীরা। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্ট হলের এ সেমিনারে উঠে আসে বাংলাদেশের নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের ভবিষ্যৎ রাজনীতি ও মানবাধিকার ইস্যু। এসময় খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার জন্য পতিত আওয়ামী সরকারকেই দায়ী করেন আমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের ভবিষ্যৎ রাজনীতি, খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সমকালীন নানা ইস্যুতে লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের একটি হলরুমে এ সেমিনার আয়োজিত হয়।

এসময়, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার জন্য পলাতক আওয়ামী সরকারকেই দায়ী করেন আমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ।

দক্ষিণ এশিয়া আমনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক প্রধান আব্বাস ফয়েজ বলেন, ‘বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে নির্বাচনের আগে বাংলাদেশে ফিরতে পারেন। তার জন্য প্রার্থনা করছি। তিনি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন। এ জন্য শেখ হাসিনার সরকারকেই দায়ী করব। খালেদা জিয়ার সঙ্গে তারা খুবই খারাপ আচরণ করেছেন।’

খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে বলে প্রত্যাশা করেন ব্রিটিশ এমপি ও লর্ড মেম্বাররা।

আরও পড়নু:

যুক্তরাজ্য সলিসিটর রায়ান উইলিয়াম বলেন, ‘সব থেকে জরুরি বিষয় হলো আইনের শাসন, মানবাধিকার। এগুলো নিশ্চিত করতে হবে। আজকের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে।’

যুক্তরাজ্যর হাউস অফ লর্ড সিনিয়র মেম্বার লর্ড হোসাইন বলেন, ‘আমি প্রত্যাশা করি ড. ইউনুসের নেতৃত্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। খুব তাড়াতাড়ি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার দেখব বলে আশা করি।’

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে হাউস অব লর্ডসে ‘তারেক রহমানের নীতি ও সমকালীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা।

যুক্তরাজ্য ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক বলেন, ‘তারেক রহমানের পলিসি, পলিটিক্স নিয়ে কথা হয়েছে। উনি যদি বাংলাদেশের দায়িত্ব নেন, যদি প্রাইম মিনিস্টার হন, উনার ভিশন কি, উনি কীভাবে ইয়াং জেনারেশন ট্রেইন করবেন এ বিষয়ে আমরা কথা বলেছি।’

আলোচনায় লর্ড মেম্বার, ব্রিটিশ এমপি, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এফএস