দেশে রমজান শুরু হওয়ার একদিন আগেই প্রথম রোজা শেষ করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। কর্মব্যস্ত সময়ে যোগ হয়েছে প্রতিদিনের ইফতার ও সেহেরির প্রস্তুতি। সন্ধ্যার পর থেকে সেহেরির মধ্যবর্তী সময়ে শপিংমল, হাইফার মার্কেট ও সুপার মার্কেটগুলোতে ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের।
একজন প্রবাসী ব্যবসায়ী বলেন, 'এখানে মসজিদভিত্তিক ইফতারগুলো বণ্টন করা হয়। বিশেষ করে দুবাই পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ইফতার বণ্টন করে।'
প্রতিবারের মতো এবারও আমিরাতজুড়ে পবিত্র রমজান উপলক্ষে পণ্য ছাড়ের প্রতিযোগিতা চলছে। দেশটির প্রায় ৬৪৪টি প্রধান সুপারমার্কেট রমজান মাসে ১০ দশ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশেরও বেশি ছাড় ঘোষণা করেছে। আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই তথ্য জানায়। এমনকি নির্দিষ্ট নয়টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর দাম বাড়ানোর নিষেধাজ্ঞা রয়েছে কর্তৃপক্ষের। রান্নার তেল, ডিম, দুগ্ধজাত খাবার, চাল, চিনি, হাঁস-মুরগি, লেবু ও রুটি- এই নয়টি ভোগ্য পণ্যের দাম বাড়ানো যাবে না রমজানে।
একজন প্রবাসী বলেন, 'রমজান আসলে আমরা দেখি যে পণ্যগুলো স্বাভাবিক সময়ে দাম বাড়তো সেটা রোজায় দাম কমিয়ে সাধারণ মানুষের সাশ্রয়ের জন্য করা হয়।'
পবিত্র এই মাসের নানা প্রস্তুতি আর রমজান উপলক্ষে ভোগ্য পণ্যে ছাড় কম মজুরির প্রবাসীদের যেমন স্বস্তি তেমনি অন্যান্যদেরও জন্য আমিরাত উদাহরণ তৈরি করে যাচ্ছে বছরের পর বছর।