স্বাস্থ্য মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগের যৌথ অভিযানে দেখা যায়, সন্দেহভাজনরা কর্তৃপক্ষের দৃষ্টি এড়াতে রেস্টুরেন্ট ও মুদি দোকানের আড়ালে এই ব্যবসা করতেন। আটককৃতদের নাম প্রকাশ না করলেও অভিবাসন বিভাগ জানায় তাদের বয়স ৩১-৫০ বছরের মধ্যে।
বিভাগটির মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০২ ধরনের অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ টাকা।
এক বিবৃতিতে তিনি আরো জানান, বিভাগটি জাল চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং নগদ ৮০০ রিঙ্গিত জব্দ করেছে, যা চিকিৎসা ও ওষুধ বিক্রি থেকে আয় বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা এ কাজে অযোগ্য হওয়া সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন। জব্দ হওয়া ওষুধগুলো পর্যটক ভিসায় আসা বাংলাদেশিরা নিয়ে এসেছিলেন।
জানা গেছে, আটককৃতদের একজন সেবা খাতের ভিসা, ৬ জন নির্মাণ শ্রমিকের ভিসা, ২ জন অবৈধভাবে অবস্থান করছিলেন। বাকি একজনের কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি।