প্রবাস
0

আমিরাতের ভিসা বন্ধ: মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কমছে বাংলাদেশি কর্মী

দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা প্রদান বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এতে করে মধ্যপ্রাচ্যের বড় এই শ্রমবাজারে দিন দিন কমছে কর্মী প্রেরণ। অন্যদিকে দেশটিতে থাকা প্রবাসীরা প্রতিষ্ঠান ও নিয়োগদাতা পরিবর্তনের সুযোগ বঞ্চিত হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। তবে বাংলাদেশ মিশন বলছে, সমস্যা নিরসনে কূটনীতিক পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তারা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা প্রদান বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এতে করে মধ্যপ্রাচ্যের বড় এই শ্রমবাজারে দিন দিন কমছে কর্মী প্রেরণ। অন্যদিকে দেশটিতে থাকা প্রবাসীরা প্রতিষ্ঠান ও নিয়োগদাতা পরিবর্তনের সুযোগ বঞ্চিত হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। তবে বাংলাদেশ মিশন বলছে, সমস্যা নিরসনে কূটনীতিক পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তারা।

ভ্রমণ কিংবা চাকরির ক্ষেত্রে অনেকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু বেশ কিছু দিন ধরে দেশটিতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রয়েছে।

এতে করে ভ্রমণে আগ্রহীরা যেমন হতাশ হচ্ছেন, তেমনি পিছিয়ে পড়ছেন কর্মসংস্থান প্রত্যাশীরাও। শুধু আমিরাত ঘোষিত চলমান সাধারণ ক্ষমার আওতায় থাকা প্রবাসী ও দুবাই থেকে শিক্ষাগত সনদধারী চাকরি প্রত্যাশীদের ভিসা দেওয়া হচ্ছে।

আল মানামা বিজনেসম্যান সার্ভিস এলএলসি বিজনেস কনসালটেন্ট কামাল হোসাইন খান সুমন বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নাগরিকদের জন্য দেশের বাহিরের সব ধরনের ভিসা প্রায় বন্ধ বলা যায়।’

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, বছরের ব্যবধানে বহির্বিশ্বে বাংলাদেশি কর্মী প্রেরণ কমেছে প্রায় ৪ লাখ। চলতি বছর নভেম্বর পর্যন্ত বিদেশে পাড়ি দিয়েছেন ৯ লাখের মতো কর্মী। ২০২৩ সালে বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন প্রায় ৯৯ হাজার বাংলাদেশি । চলতি বছর এই সংখ্যা নেমে এসেছে অর্ধেকে।

ভিসা সংকটের পাশাপাশি দীর্ঘদিন আমিরাতে থাকা প্রবাসীরা নিয়োগদাতা পরিবর্তন নিয়ে ভুগছেন জটিলতায়। প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় সাধারণ শ্রমিকদের মতো বিপাকে পড়েছে আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো।

বারবার বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়টিতে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা, প্রশিক্ষণ না থাকা ও দক্ষ শ্রমিকের অভাবকে দায়ী করছেন প্রবাসীরা।

এজন্য কর্মী প্রেরণের আগেই প্রশিক্ষণের পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তারা। ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মিশন।

দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আবুধাবির দূতাবাস সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের এই সমস্যাগুলো তুলে ধরে সেটা যেন দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে তাদেরকে অনুরোধ করছে।’

আমিরাতে ভিসা সমস্যা নিরসনের পাশাপাশি দেশটিতে কর্মস্থল পরিবর্তনের সুবিধা চালু করতে কূটনৈতিক পর্যায়ে জোর আলোচনার তাগিদ দিয়েছেনে প্রবাসীরা।

এএম