প্রবাস
0

ভিসা সংক্রান্ত নানা প্রত্যাশা মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের

দীর্ঘ এক দশক পর ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার সরকার প্রধান। পাকিস্তান সফর শেষে ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ভিসা সংক্রান্ত নানা প্রত্যাশা মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের। বিশেষ করে, অবৈধ প্রবাসীদের বৈধতা দেয়া ও বাংলাদেশিদের মাল্টিপল ভিসা প্রদান ইস্যুতে জোর দেবে বাংলাদেশ সরকার এমনটাই প্রত্যাশা করছেন তারা।

১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর ও দৃঢ় হয়েছে সম্পর্কটি। বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া ছাড়াও অবকাঠামোগত উন্নয়নে যথেষ্ট অবদান আছে মালয়েশিয়ার। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২শ' কোটি ডলার। এছাড়াও মালয়েশিয়ার বিদেশি কর্মী চাহিদার প্রায় অর্ধেকই পূরণ করছে বাংলাদেশ।

তাই এক দশক পর মালয়েশিয়ার সরকার প্রধান আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর ঘিরে বেশ কিছু প্রত্যাশার কথা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে, অন্যান্য দেশের কর্মীরা মালয়েশিয়ার মাল্টিপল ভিসা পেলেও বাংলাদেশিরা পান সিঙ্গেল এন্ট্রি ভিসা। দুদেশের আলোচনায় তাই এই বিষয়গুলোকে প্রাধান্য দেয়ার আহ্বান প্রবাসীদের।

প্রবাসীদের মধ্যে একজন জানান, সবাই হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা পাই। আমরা একমাত্র বৈষম্যের শিকার বাংলাদেশিরা যারা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা বহন করি।

আরও একজন জানান, আমাদের সবার একটাই দাবি মাল্টিপল ভিসা চাই।

ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়াসহ নানা কারণে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশির সংখ্যা কয়েক লাখ।

এছাড়াও প্রতারক চক্রের শিকার হয়েছেন এমন প্রবাসীর সংখ্যাও কম নয়। এই প্রবাসীদের কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি অবৈধ প্রবাসীদের বৈধতা দেয়ার বিষয়টিও গুরুত্ব দেয়া উচিত বলে মনে করছেন তারা।

সংক্ষিপ্ত এ সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।