প্রবাস
0

আন্তর্জাতিকভাবে স্বর্ণ ব্যবসা প্রসারের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের

বিশ্ববাজারে স্বর্ণের দাম আকাশচুম্বী। এতে করে বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণ বিক্রিতে ভাটা পড়েছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে চেষ্টা অব্যাহত রেখেছে দুবাইয়ের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বর্ণ ব্যবসা প্রসারের উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা।

দুবাইয়ে স্বর্ণের বাজারে একসময় ভারতীয়দের আধিপত্য থাকলেও এখন এগিয়ে আসছে বাংলাদেশিরাও। বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়ছে প্রতিষ্ঠানের সংখ্যা। তবে গত কয়েক মাস ধরে বাড়ছে স্বর্ণের দাম। এতে করে কমেছে ক্রেতা সমাগম।

একজন স্বর্ণ বিক্রেতা বলেন, ‘আগে যারা তিন থেকে চার প্যাকেট করে নিত, বিশেষ করে ব্যবসায়ীরা, এখন তারা পণ্য নেয়া কমিয়ে দিয়েছে। এখন অনেক কাস্টমার নেই। এ বছরের শুরু থেকে দামটা বেড়েছে। আগে তো সহনীয় পর্যায়ে ছিল, এখন সেটা অসহনীয় পর্যায়ে চলে গেছে।’

গুণগত মান ও বাহারি ডিজাইনের জন্য দুবাইয়ে স্বর্ণের বাজারের চাহিদা অনেক বেশি। বিশ্বের নানা প্রান্ত থেকে দুবাইয়ে প্রতিদিন ছুটে আসেন বহু পর্যটক। যাদের বড় একটি অংশ ভিড় জমান এসব স্বর্ণের দোকানে। বেশ কিছু জুয়েলারি প্রতিষ্ঠান দুবাই ছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের একজন স্বর্ণ ব্যবসায়ী বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে দুবাই, যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশে ব্যবসা বিস্তার করা।’

স্থানীয়দের পাশাপাশি রয়েছে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন জুয়েলারি দোকান। এছাড়া, কয়েক বছর যাবত দুবাইয়ে গোল্ড ব্র্যান্ডিংয়েও কাজ করছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের হাত ধরে বাড়ছে দেশি-বিদেশি কর্মীর সংখ্যা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর