প্রবাস
0

আবুধাবি বিগ টিকিটের ৫০ কোটি টাকা জিতলেন ৩৬ প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতের ৩৬ জন প্রবাসী বাংলাদেশি আবুধাবি বিগ টিকিটে জিতে নিয়েছেন প্রায় ৫০ কোটি টাকা। সম্মিলিতভাবে গত পাঁচ বছর ধরে এই টিকিট কিনে আসছেন তারা। এবার বিজয়ী হয়েছেন নুর মিয়া নামে এক প্রবাসী। এই অর্থের একটি অংশ তারা ব্যয় করতে চান দেশের বন্যা কবলিত মানুষের জন্য।

সাধারণ শ্রমিক থেকে একদিনেই হয়ে গেলেন কোটিপতি। নিজেদের ভাগ্য বদল করে বাজিমাত করেলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৩৬ জন প্রবাসী বাংলাদেশি। গেল পাঁচ বছরের চেষ্টায় এবার তাদের ভাগ্যে জুটলো দেড় কোটি দিরহামের লটারি। যা বাংলাদেশি অর্থে প্রায় ৫০ কোটি টাকা।

গেল ১৯ বছর ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা নুর মিয়া এখন কোটিপতি। যদিও লটারি জয়ের অর্থটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হবে। এখান থেকে একটি অংশ বাংলাদেশের বন্য কবলিত মানুষের জন্য ব্যয় করতে চান প্রবাসীরা।

লটারি বিজয়ী একজন প্রবাসী বলেন, ‘বাংলাদেশে যে বন্যা হয়েছে সেসব এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই।’

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছেন অনেকে।

প্রবাসী নুর মিয়া বলেন, ‘সবাই মিলে লটারির টিকেট কিনে আমার নামে টিকেটের নাম দেয়া হয়। যখন লটারির ড্র করা হয় আমার নাম চলে আসে।’ 

 আরেকজন প্রবাসী বলেন, ‘আমরা চেষ্টা করবো নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার।’

৩৬ জন সম্মিলিতভাবে নুর মিয়ার নামে লটারির টিকিট কিনেন। আবুধাবি এই বিগ টিকিট জয়ের অর্থ মানবিক কাজে ব্যয় করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ইএ