প্রবাস
0

মিসেস ইউনিভার্স মিডল ইস্টের শিরোপা বাংলাদেশি কুইনের মাথায়

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট-২০২৪ প্রতিযোগিতার শিরোপা জিতে নিলেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল নাসরিন সুলতানা কুইন। জমকালো অনুষ্ঠানে তার মাথায় উঠে সেরা সুন্দরীর মুকুট।

মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট-২০২৪ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা প্রদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্বের ৫০টি দেশের ১০০ সুন্দরী। সাধারণত আন্তর্জাতিক কোন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজ দেশকে প্রতিনিধিত্ব করলেও, ' মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট' ছিল এক্ষেত্রে ব্যতিক্রম। এখানে নিজ দেশকে প্রতিনিধিত্ব নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থায়ীভাবে থাকা নাগরিকরাই ব্যক্তি হিসেবে অংশ নেন এই সুন্দরী প্রতিযোগিতায়। আর আরব সাগর তীরে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের এ প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতে নেন বাংলাদেশি গ্ল্যামার গার্ল নাসরিন সুলতানা কুইন।

এই প্রতিযোগিতায় অনলাইনে প্রায় ৫৯ হাজার ভোট পেয়ে শীর্ষে উঠে আসেন নাসরিন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা বিজয়ীদের ভোট ব্যবধান ছিল প্রায় ৩০ হাজার। এই প্রতিযোগিতার মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান বাংলাদেশের পিরোজপুরের মেয়ে নাসরিন সুলতানা কুইন। আগামীতে সুবিধাবঞ্চিত শিশু ও প্রাণীদের সেবায় কাজ করার স্বপ্ন এই গ্ল্যামার গার্লের।

নাসরিন সুলতানা কুইন বলেন, 'আমি মেয়েদের নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে আমার দেশের মেয়েদের নিয়ে যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না। এ রকম প্রতিযোগিতাগুলোতে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে না তাদের নিয়ে কাজ করতে চাই।'

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সুন্দরীরা গেল ছয় মাস ধরে গ্রুমিংয়ে অংশ নেন। শুদ্ধ উচ্চারণ, স্মার্ট প্রেজেন্টেশন, ড্রেসআপ, আউটলুক, সোশ্যাল ওয়ার্ক, হিউম্যান রাইটস ও ইংরেজিতে দক্ষতার ব্যাপারে নিজেদের প্রস্তুত করেন সবাই। এরপর চূড়ান্ত পর্বে নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করেন তারা। প্রতিযোগিতায় ভোটিং এবং সার্বিক মেধা বিবেচনা করে সেরাদের বের করে আনেন নির্বাচকরা।

প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করে রাশিয়াভিত্তিক কোম্পানি ডিএলকে। এখন থেকে প্রতিবছর এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর