সময়ের সঙ্গে পর্তুগালে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা। বড় দুই শহর লিসবন ও পোর্তোর পাশাপাশি পর্যটন নগরী আলগার্ভেও সমানতালে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা।
আলগার্ভ অঞ্চলে পর্যটন ও কৃষি খাতে সফলতার ছাপ রাখছেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। পর্যটন খাতে চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও। এছাড়া কৃষিখাতেও রয়েছে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ।
আলগার্ভে পর্তুগিজ বিভিন্ন কৃষি খামারে হাজারও বাংলাদেশি প্রবাসীরা কর্মরত রয়েছেন। সেখানে ফুলটাইম চাকরির পাশাপাশি ওভারটাইম কাজ করার সুবিধা থাকায় মিলছে বাড়তি উপার্জনের সুযোগ।
কৃষি খাতের পাশাপাশি আটলান্টিকের তীর ঘেরা আলগার্ভ অঞ্চল পর্যটনের জন্যও অনন্য জায়গা। এখানে পর্যটন খাতের হোটেল ও রেস্টুরেন্টে বিপুল সংখ্যক বাংলাদেশিরা কর্মরত রয়েছেন। অনেকেই চালু করেছেন সুভ্যেনির ব্যবসা।
স্থানীয় পর্তুগিজ কমিউনিটিতে কর্মঠ বাংলাদেশি অভিবাসীদের ব্যাপক সুনাম রয়েছে। ব্যবসায় অর্থ বিনিয়োগ আর পর্যটন খাতের শ্রমবাজারে বিশেষ অবদান সচল রাখছে পর্তুগিজ অর্থনীতিকে।
পর্তুগালে সহজ অভিবাসন নীতি চালু থাকলেও সেই নীতিতে শিগগিরই পরিবর্তন আসছে বলে জানিয়েছে দেশটির সরকার।