বিদেশে এখন
প্রবাস
0

মালয়েশিয়ায় জাল নথি তৈরির মূল হোতা বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় কর্মরত অবৈধ অভিবাসীদের কাছে জাল পাসপোর্ট বিক্রি করার অভিযোগে দুইজনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ১০ মে শুক্রবার এক বিশেষ অভিযানে কাজাং অঞ্চল থেকে আটক হন তারা। আটককৃতদের একজন ফিলিপিনের নারী ও অপরজন বাংলাদেশি, যাকে এই জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে মনে করা হচ্ছে ।

সোমবার (১৩ মে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির অভিবাসন মহাপরিচালক রুসলিন জুসোহ । তিনি জানান, সন্দেহভাজন ৩৮ বছর বয়সী বাংলাদেশি ‘ওফু ভাই’ হিসেবে পরিচিত ।

এ সময় জব্দ করা হয় বাংলাদেশি ১৯৯ টি সহ ২১১ পাসপোর্ট, ১৬ হাজার রিঙ্গিত, মেডিকেল পরীক্ষার নথি ও জাল নথি তৈরির সরঞ্জাম । আটককৃত দুইজনকেই দুই সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে ।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারীর তথ্য পৃষ্ঠায় জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করতে এই সিন্ডিকেট ।

অভিবাসন মহাপরিচালক আরও জানান, পাসপোর্টগুলো প্রকৃত পক্ষে আসল শুধুমাত্র জাল তথ্য ছাড়া । জাল পৃষ্ঠায় ব্যক্তির বাড়ির ঠিকানা, পুরো নাম ও পাসপোর্ট নম্বর সহ সমস্ত বিবরণ লেখা হতো।

তিনি আরও জানান, 'তারা পাসপোর্টের পুরনো সংস্করণগুলো ব্যবহার করতেন যাতে পলিকার্বোনেট ব্যবহার হয়নি ফলে পরিবর্তন করা সহজ।'

বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত এ চক্রটি। প্রায় দুইবছর এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে অভিবাসন বিভাগ । রুসলিন জুসোহ জানান, সিন্ডিকেটের অন্য কোন সদস্য আছে কিনা তা খুঁজতে তদন্ত চলছে । তবে তিনি মনে করেন, এ কাজে আরও কয়েকজন যুক্ত আছে।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর