প্রবাস

সৌদির বিনোদনকেন্দ্রে প্রবাসীদের ভিড়

ঈদের ছুটিতে সৌদি আরবের বিনোদনকেন্দ্রগুলোতে ছুটছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা। প্রিয়জন কাছে না থাকলেও বন্ধুদের সঙ্গে আড্ডা ও খেলাধুলায় মেতে উঠেছেন তারা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সময় কাটাচ্ছেন রেস্তোরাঁয়।

সৌদির রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ শহরের বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করছেন প্রবাসীরা। বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে দেখছেন পর্যটন এলাকাগুলো। অনেকেই মেতে উঠেছেন ফুটবল, ভলিবল ও ক্রিকেট খেলায়। কেউ সময় কাটাচ্ছেন আড্ডায়।

এক প্রবাসী বলেন, পরিবার থেকে দূরে আছি। তাই মনকে হালকা করার জন্য ঘুরতে আসা।

রাজধানী রিয়াদের ভলিবার্ড, কিং আবদুল আজিজ পার্ক, আল ওতান, সালাম পার্ক, পুতা আল হাদিকায় মানুষের ভিড় দেখা যায় দিন-রাত। পার্কের আশেপাশের দোকান ও রেস্তোরাঁয় বেড়েছে বেচাকেনা। দর্শনার্থীদের জন্য বিনোদন কেন্দ্রের অস্থায়ী মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সৌদি সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিনোদনকেন্দ্রগুলোতে নান্দনিকতার ছোঁয়া লেগেছে। পুরোদমে চলছে নির্মাণ ও সাজসজ্জার কাজ। পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গভীর রাতেও নির্বিঘ্নে ঘুরে ফিরে দেখছেন সবাই।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর