ঈদের সপ্তাহব্যাপী ছুটি চলছে সংযুক্ত আরব আমিরাতে। স্বজনবিহীন প্রবাসের ঈদ নিরানন্দ হলেও ছুটি কাটাতে নানা উপায় বের করছেন প্রবাসীরা। আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন বিকাল থেকেই কেউ ছুটছেন আত্মীয় পরিজনের কাছে। কেউ আবার নিজের বাসাতেই সহকর্মী, প্রবাসী বন্ধুদের নিয়ে ব্যস্ত ঈদ উদযাপনের আয়োজনে। ঈদ রূপ নিচ্ছে প্রবাসীদের মিলনমেলায়।
দুবাই বাংলাদেশ সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি ইয়াকুব সুনিক বলেন, 'প্রবাসীদের মধ্যে যারা আমার পরিচিত তাদেরকে নিয়ে বাসার মধ্যে ঈদ উদযাপন করছি। যা আমার কাছে অনেক আনন্দ লাগে।'
দুবাইয়ের সোনাপুর এখন লোকে লোকারণ্য। শ্রমঘন এই অঞ্চলে প্রবাসীদের উপচে পড়া ভিড়। আত্মীয় পরিজন আর বন্ধুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাঁদরাত থেকে জড়ো হতে থাকেন প্রবাসীরা। ঈদের দিন সোনাপুরের বাংলাবাজার পরিণত হয় মানুষের বাজারে।
প্রবাসী বাংলাদেশি একজন বলেন, 'আমিরাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে বাংলাবাজারে। পরিবার ছাড়া ঈদ পালন করছি অনেকদূরে একটু খারাপ লাগছে।'
বহিরাগত প্রবাসীদের ভিড় বাড়ায় ঈদের ছুটিতেও জমজমাট স্থানীয় ছোট বড় রেস্তোরাঁ আর দোকানপাটগুলো। দোকানিরা বলছেন, অনেক প্রবাসীর আনাগোণা আর আড্ডায় কিছুটা হলেও ফিরেছে ঈদের দেশীয় আমেজ।
আরেকজন প্রবাসী বলেন,'বাংলাবাজারের পরিবেশ এমন যে এখানে আসলে মনে হয় আমরা সবাই বাংলাদেশে আছি।'
অধিকাংশ প্রবাসী সব ঈদে ছুটি পান না। দেশে ফেরার কিংবা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনেরও সুযোগ পান না। প্রিয়জনের অনুপস্থিতির দুঃখ ভুলতে প্রবাসে পরিচিতদের সঙ্গে আড্ডা-গল্পে মেতেই কাটিয়ে দেন ঈদের ছুটি।