বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা ঈদ উদযাপন করেছেন জন্মভূমি থেকে বহুদূরে।
বছরের পর বছর পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না অনেক প্রবাসী। আনন্দ-উৎসবেও তাই আক্ষেপ ঝরে তাদের কণ্ঠে। দেশে ফেলে আসা ঈদের স্মৃতি নাড়া দেয় তাদের।
বেশিরভাগ প্রবাসীর ঈদ উদযাপনই হয় সাদামাটাভাবে। আয়ের বড় অংশ পাঠিয়ে দেন দেশে পরিবারের কাছে। প্রবাসীদের পাঠানো অর্থে শুধু তাদের পরিবার নয়, জাতীয় অর্থনীতি পায় গতি।