প্রবাস
0

কাতারে জমে উঠেছে ঈদ বাজার, প্রবাসীদের ভিড়

কাতারে ঈদ বাজার জমে উঠেছে। নতুন পোশাক কিনতে বাংলাদেশি মালিকানাধীন শপিংমলগুলোতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদকে ঘিরে বেচাকেনা ভালো হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা।

শেষের দিকে পবিত্র মাহে রমজান, এরইমধ্যে ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।

নিজেদের সামর্থ্য অনুযায়ী পছন্দের পোশাক কেনার পাশাপাশি ঈদ উদযাপনে প্রবাসীদের দেশে যাওয়ার হিড়িক পড়েছে। দেশে থাকা পরিবার-পরিজনের জন্য শপিংয়ে ব্যস্ত তারা। ঈদকে ঘিরে ভালো বেচা-বিক্রির আশা করছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেন, ‘দেশের মতো তো এখানে আনন্দ হয় না। তারপরও যেহেতু এখানে পরিবার আছে তাই প্রবাসীরা ঈদ উদযাপনের চেষ্টা করেন। ঈদ উপলক্ষে আমাদের শপিংমলে সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। বেচাকেনাও ভালো হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আমরা বেশ সাড়া পাচ্ছি।’

ঈদ কেনাকাটায় প্রবাসীদের চাহিদার মধ্যে রয়েছে পাঞ্জাবি, পায়জামা, শার্ট, প্যান্ট, গেঞ্জি, টি-শার্ট ও জুতা।