বঙ্গবন্ধুর বায়োপিক দেখে মুগ্ধ ইতালি প্রবাসীরা

0

'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হয়েছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে বঙ্গবন্ধুর বায়োপিকটি বিনামূল্যে প্রদর্শন করছে ইতালি আওয়ামী লীগ।

দেশটির রাজধানী রোমের পর প্রধান শহরগুলোতেও এ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

বিজয় দিবস উপলক্ষে দেশটিতে এই চলচ্চিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়। প্রতিদিনই অসংখ্য বাংলাদেশি চলচ্চিত্রটি দেখছেন। গ্রামের সাধারণ এক ছেলে থেকে অসাধারণ ব্যক্তিত্ব, খোকা থেকে শেখ মুজিবের বঙ্গবন্ধু হওয়ার প্রতিটি দৃশ্য উপভোগ করছেন প্রবাসীরা।

প্রবাসীদের সঙ্গে চলচ্চিত্রটি দেখেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে শিক্ষণীয় এই চলচ্চিত্রটি দেখানো প্রয়োজন।’

ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, বর্তমান ও পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।