চাঁদপুরের স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট: ভোগান্তিতে প্রান্তিক জনগণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে | ছবি: এখন টিভি
0

চাঁদপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যথাযথ সেবা পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী। প্রায়ে এক বছর ধরে বন্ধ সরকারি ওষুধ সরবরাহ। রয়েছে জনবল সংকটও। বিপাকে পড়ছেন সেবা নিতে আসা প্রান্তিক মানুষ। ওষুধ সংকট সমাধানে পদক্ষেপের দাবি তাদের। কর্তৃপক্ষ বলছেন, দ্রুতই কেটে যাবে ওষুধ সংকট।

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিষ্ঠা করা হয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখানে জ্বর, সর্দি, কাশি, চর্ম রোগসহ মা ও শিশু স্বাস্থ্য সেবার ২৬ ধরনের ওষুধ দেয়ার কথা। কিন্তু গত এক বছর ধরে এসব কেন্দ্রে বন্ধ রয়েছে ওষুধ সরবরাহ। ফলে সেবা নিতে আসা রোগীদের যেতে হচ্ছে শহরের সরকারি ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে ব্যয়।

রোগীরা জানান, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো আর্থিক অবস্থা সকলের নেই। সরকারি হাসপালে সঠিক সেবা না পাওয়ায় তাই ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন:

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আগে প্রতিদিন প্রায় অর্ধশত রোগী আসলেও বর্তমানে আসে আট থেকে দশজন রোগী। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা বলছেন, ওষুধ না থাকায় রোগীদের শুধু পরামর্শ দিতে পারেন তারা।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জানান, ‘আমরা আগে প্রায় ২৩ রকমের ওষুধ পেতাম সেগুলোর সাপ্লাই না থাকায় এখন আর দিতে পারছি না।’

শুধু ওষুধ সংকট নয়, জনবল সংকটেও ভুগছে স্বাস্থ্য কেন্দ্রগুলো। জেলার ৮২টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ১ হাজার ৬৯ পদের মধ্যে খালি রয়েছে ৩৮০টি পদ। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালকের আশা জনবল ও ওষুধ সংকটে সেবা কিছুটা ব্যহত হলেও অচিরেই তা কেটে যাবে।

চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপপরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘গরিব মানুষ যখন আসে তখন তারা শুধু কাউনন্সিলিং বা পরামর্শর জন্য আসে না। ওষুধের জন্য আসে তারা। এখন আমাদের ওষুধের অভাব রয়েছে। যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে সেবা ‍দিতে পারছি না।’

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত ওষুধ সরবরাহের পাশাপাশি জনবল সংকট নিরসনের দাবি সচেতন মহলের।

এফএস