অপারেশন থিয়েটারের যন্ত্রপাতিতে মরিচা, অপরিষ্কার বেড। এ দৃশ্য চট্টগ্রাম নগরীর সার্জিস্কোপ হাসপাতালের। বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান তদারকিতে তৃতীয়দিনের মত অভিযানে নেমে এমন অসংগতি পায় জেলা সিভিল সার্জন।
এছাড়া একই হাসপাতালে এন্ডোস্কপি বিভাগের বিভিন্ন ত্রুটি, প্যাথলজি ল্যাবে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের ডিজিটাল স্বাক্ষরে জালিয়াতিসহ নানা অনিয়ম ধরা পড়ে অভিযানে।
এমন ত্রুটিতে হাসপাতালটির প্যাথলজি ল্যাব ও এন্ডোস্কপি বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং অপারেশন থিয়েটার এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়। জরিমানা করা হয় ১৫ হাজার টাকা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, 'দুটি অপারেশন থিয়েটারে গিয়েছি দুটিতেই একই অবস্থা। মেশিন যেটা তা অপরিষ্কার ছিল। অনেকগুলো ট্রলি ছিল, যেগুলো তে মরিচা ধরে গিয়েছে। আমাদের যে ১০টি শর্ত রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের, সেটা প্রত্যেক প্রতিষ্ঠানে এনসিউর করার চেষ্টা করছি।’
চিকিৎসার মত মৌলিক চাহিদার জায়গায় এমন ত্রুটি কেন? এমন প্রশ্নের কোনো উত্তর নেই কর্তৃপক্ষের কাছে।
কর্তৃপক্ষ বলছে, 'আমাদের এখানে প্যাথলজিস্ট যিনি আছেন তিনি নিজে বসে রিপোর্ট করেন, সাইন করার পরে আমরা রির্পোট ডেলিভারি করি। কিছু অসংগতি স্যার দেখতে পেয়েছেন, যেটা স্যার আমাদেরকে পরামর্শ দিয়েছেন যাতে আমরা অসংগতিগুলো দূর করতে পারি।'
এরপর অভিযান পরিচালনা করা হয় নগরীর ডেল্টা হেলথ কেয়ার ও একুশে হাসপাতালে। সেখানেও অপরিষ্কারসহ বিভিন্ন অনিয়ম পান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। প্রতিষ্ঠান দুটিকে জরিমানাসহ কৈফিয়ত তলব করা হয়।