মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, তবে নেই বৃষ্টির সম্ভাবনা

মেঘলা আকাশ
মেঘলা আকাশ | ছবি: সংগৃহীত
0

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১৫ অক্টোবর) সকাল ৯টায় আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও, কিছু অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানায় অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন:

পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিলো ৮৮ শতাংশ।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ইএ