আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিন ঘণ্টায় এটি অনেক বৃষ্টির হিসেবে ধরা হয়।
তিনি বলেন, ‘যদি বৃষ্টির পরিমাণ ৪৪–৮৮ মিলিমিটার হয়, তবে তা ভারী বৃষ্টি হিসেবে বিবেচিত হবে।’ নাজমুল হক আরও জানান, বর্তমানে বৃষ্টি হচ্ছে পুবালির, সঙ্গে পশ্চিমা বায়ুর সংঘাতের কারণে। কয়েক দিন পর মৌসুমি বায়ু বিদায় নেবে, নতুন বাতাস প্রবাহে মেঘ তৈরি হচ্ছে এবং তাই বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।’
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা তাফসিরুল ইসলাম বলেন, ‘আকাশে মেঘ দেখেই ছাতা সঙ্গে নিই। বাসের জন্য অপেক্ষা করার সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। পুরো পোশাক ভিজে গেছে, এখনও যেতে হবে মতিঝিলে।’
আজ শুধু রাজধানী নয়, ঢাকার আশপাশের জেলা এবং উপকূলীয় বরিশাল, খুলনা ও চট্টগ্রামের কয়েকটি স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রাজধানীতে অতিরিক্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আগামীকাল থেকে বৃষ্টি কমতে পারে।





