রাষ্ট্রীয় মর্যাদায় এ কে খন্দকারকে শেষ বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় এ কে খন্দকারের বিদায়
রাষ্ট্রীয় মর্যাদায় এ কে খন্দকারের বিদায় | ছবি: সংগৃহীত
0

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বিমান বাহিনীর ঘাঁটি বাশারে তার জানাজা নামাজে অংশ নেন তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা।

আজ (রোববার, ২১ ডিসেম্বর) দুপুরে বিমান বাহিনীর বাশার ঘাটিতে জানাজা নামাজে প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

​বিদায় নিলেন দেশের ইতিহাসের অন্যতম অধিনায়ক এ কে খন্দকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তিনি। ১৯৭১ সালে পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে তিনি মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ছিলেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ। যুদ্ধের পুরোটা সময় তিনি রণকৌশল নির্ধারণ এবং সেক্টর কমান্ডারদের সাথে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আরও পড়ুন:

জানাজায় বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও উপদেষ্টা পরিষদের সদস্যগণ উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদানের পাশাপাশি আকাশ থেকেও তাকে শ্রদ্ধা জানানো হয়। ৩টি হেলিকপ্টারে প্যারেড গ্রাউন্ডের ওপর দিয়ে ফ্লাইপাস্ট করে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করে।

পরে ঢাকা সেনানিবাসের শাহিন কবরস্থানে এ কে খন্দকারকে সমাহিত করা হয়।

উল্লেখ্য, ​গত শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যের কারণে তিনি ইন্তেকাল করেন।

ইএ