তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে ঝড়েছে স্বস্তির বৃষ্টি

বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
বৃষ্টিতে জনজীবনে স্বস্তি | ছবি: সংগৃহীত
0

কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে ঝড়েছে স্বস্তির বৃষ্টি। আজ (সোমবার, ১২ মে) সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

গত কয়েক দিনের প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের পর রাজধানীতে গতকাল রাত ও আজ সকালে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে।

বৃষ্টির প্রভাবে কমেছে নগরীর তাপমাত্রা। নগরীর বিভিন্ন এলাকাজুড়ে এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ায় গরমে অতিষ্ঠ মানুষ কিছুটা স্বস্তি অনুভব করছেন।

এদিকে আগামীকাল (মঙ্গলবার) থেকে সারাদেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ১২ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত নিয়মিত বার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আরো পড়ুন:

এ ছাড়া, রাজশাহী ও খুলনা বিভাগের বাকি জেলা, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সেজু