পরিবেশ ও জলবায়ু
0

দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীতে দেখা দিয়েছে ভাঙন

পানি কমার সাথে সাথে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীতে দেখা দিয়েছে ভাঙন। বাঁধ ভেঙে প্রতিদিনই বিলীন হচ্ছে একরের পর একর ফসলি জমি। বসত ভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও তা যথেষ্ট নয় বলছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকেই।

পানি নামার সাথে সাথে হবিগঞ্জের খোয়াই নদীতে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এ পর্যন্ত নদীর অন্তত ৫০টি স্থানে ভেঙেছে বাঁধ। ঝুঁকিতে আছে শহররক্ষা বাঁধ। নতুন করে বিলীনের শঙ্কায় নির্ঘুম রাত কাটছে খোয়াই নদীপাড়ের মানুষের।

এদিকে পানি কমার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁ নদের ফরিদপুর অংশে। ভাঙন ঠেকাতে জরুরিভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও নদীপাড়ের বাসিন্দাদের দাবি তা যথেষ্ট নয়।

উত্তরের জীবনরেখা হিসেবে খ্যাত তিস্তা নদীর রংপুরের গঙ্গাচড়া অংশেও দেখা দিয়েছে ভাঙন। সেতুরক্ষা বাঁধের গোড়া থেকে ৩ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। এতে প্রতিদিনই তিস্তার গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি।

এছাড়াও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের জিকে ক্যানেলের বাঁধ ভেঙে গেছে। এতে আশপাশের কয়েকশ বিঘা জমির ধান ডুবে গেছে। হারিয়ে গেছে চাষিদের শত শত বিঘার জমির কেটে রাখা পাট।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর
বন্যা পরবর্তী সময়ে সুনামগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন

নদী ভাঙনে উদ্বেগ-উৎকণ্ঠায় ফেনীবাসীর দিনযাপন

নড়াইলের নবগঙ্গা ভাঙনে নদীগর্ভে অর্ধশতাধিক বসতভিটা

নদীভাঙনে দিশেহারা বরিশালবাসী, থমকে আছে গ্রামীণ অর্থনীতি

শেরপুরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত ৪০ গ্রামের নিম্নাঞ্চল

ভৈরবে মেঘনা নদীতে ভাঙন, গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে ঝুঁকি

বন্যার পর ফেনীবাসীর নতুন আতঙ্ক নদীভাঙন

'নদী ভাঙন নিয়ে পরিকল্পনা করেনি পানি উন্নয়ন বোর্ড'
'নদী ভাঙন নিয়ে পরিকল্পনা করেনি পানি উন্নয়ন বোর্ড'

মধুমতী নদীর ভাঙনে নদীগর্ভে জমি-ঘরবাড়ি
মধুমতী নদীর ভাঙনে নদীগর্ভে জমি-ঘরবাড়ি

বগুড়া নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর-ফসলি জমি

বর্ষার শুরুতেই তীব্র ভাঙন দেখা দিয়েছে জামালপুরে

বর্ষার শুরুতেই আতঙ্কে পড়েন নদী তীরবর্তী মানুষ
বর্ষার শুরুতেই আতঙ্কে পড়েন নদী তীরবর্তী মানুষ