বৃষ্টিতে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় সবক'টি ইউনিয়নে বাড়ছে পানি।
ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে এই জনপদের মানুষের। সবমিলিয়ে প্রায় জেলার ৯ লাখ মানুষ পানিবন্দী। ঘরবাড়ি হারিয়ে নির্ঘুম রাত পার করছেন অনেকেই। যে যা পারছেন তাই নিয়ে ছুটছেন আশ্রয়কেন্দ্রে।
একই পরিস্থিতি নোয়াখালীতে। বৃষ্টিতে পানি বাড়ছে প্রায় সব উপজেলায়। পানিবন্দী ২০ লাখ মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে।
এদিকে কুমিল্লায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও প্লাবিত হচ্ছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বারসহ নতুন নতুন এলাকা। তবে প্রকট আকার ধারণ করেছে পানিবাহিত রোগবালাই। বিশুদ্ধ পানি ও ওষুধ পর্যাপ্ত নেই। তবে পানি কমছে ফেনীর। এতে ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে স্থানীয়রা। তবে বেশিরভাগ বসতবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় তৈরি হয়েছে ভিন্ন সংকট।