পরিবেশ ও জলবায়ু
0

বিপৎসীমার কাছাকাছি নেত্রকোণার নদ-নদীর পানি

ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার সব কয়টি নদ-নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সোমেশ্বরী, কংস, ধনুসহ সব কয়টি নদ-নদীর পানি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) বিকেল তিনটা পর্যন্ত কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বিজয়পুর পয়েন্ট বিপদসীমার ৫৪১ সেন্টিমিটার ও বিরিশিরি পয়েন্ট বিপদসীমার ২৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও পূর্বধলার জারিয়া পয়েন্টে কংস নদের পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ও খালিয়াজুড়িতে ধনু নদীর পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সূত্র আরও বলছে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে নেত্রকোণা জেলার দুর্গাপুর, কলমাকান্দার সীমান্তবর্তী পাহাড়ি নদ-নদীর পানি স্বাভাবিক থেকে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তা তেমন কোনো প্রভাব ফেলবে না।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, আগামী ২৪ ঘণ্টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে। ফলে নদ নদীর পানিও কমতে শুরু করবে। এছাড়া নেত্রকোণার প্রায় সব কয়টি নদ-নদীর পানি এখনো স্বাভাবিক রয়েছে। তাই নতুন করে পাহাড়ি ঢল কিংবা বন্যার তেমন কোন শঙ্কা নেই। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারো নদ-নদী একেবারে স্বাভাবিক হয়ে যাবে।

tech