পরিবেশ ও জলবায়ু
0

রাঙামাটির বাঘাইছড়িতে ৮ গ্রাম প্লাবিত, মারিশ্যা-দিঘিনালা সড়কে পাহাড়ধস

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চলের ৮ গ্রাম প্লাবিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে ৫৬টি আশ্রয়কেন্দ্র। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

এছাড়া রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা-দিঘিনালা সড়কে পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন সড়ক যোগাযোগ সচল করতে কাজ করছে।

আজ সকাল থেকে কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এতে বাঘাইছড়ি উপজেলা সদর, বারবিন্দু ঘাট, মাষ্টার পাড়া, পশ্চিম মুসলিম ব্লক, লাইল্যা ঘোনা, এফ ব্লক, রুপকারি ও পুরাতন মারিশ্যা গ্রাম প্লাবিত হতে শুরু করে।

এদিকে টানা পাহাড়ি বৃষ্টিতে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের পাহাড় ধস হয়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বাঘাছড়ি থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, বেশ কিছু এলাকা সরেজমিনে ঘুরে এসেছেন। পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। দুর্যোগ মোকাবেলায় ৫৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত আছে।


আসু