পরিবেশ ও জলবায়ু
0

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপ নিচ্ছে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশ এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশ এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া আফিস।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, এই লঘুচাপটি আগামীকাল (শুক্রবার, ২৪ মে) নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ-পূর্ব দিকে যেতে পারে।

তিনি বলেন, 'আগামীকাল দুপুর নাগাদ এটি নিম্নচাপে রূপ নিতে পারে। এরপরই আসলে বোঝা যাবে এর গতিপ্রকৃতি, এটি কতটুকু শক্তি সঞ্চয় করছে আর কোন সময়ে কোন দিক দিয়ে যাবে।'

তিনি জানান, জলীয়বাষ্প কমে যাওয়ার কারণে সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। লঘুচাপের কারণে বৃষ্টিপাত কমে গিয়ে তাপ বেড়েছে।

খন্দকার হাফিজুর রহমান বলেন, 'এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে, নিম্নচাপটির প্রভাব বাংলাদেশে পড়বে। এটি হয়তো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ-পূর্ব দিকে পড়তে পারে। আবার পুরো বাংলাদেশ উপকূলেও পড়তে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলেই বিষয়গুলো অনেকটা নিশ্চিত হওয়া যাবে।'

আবহাওয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এসএস