পরিবেশ ও জলবায়ু
0

'জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় ব্যয় হচ্ছে বিপুল অর্থ'

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় যদি বিপুল পরিমান অর্থ ব্যয় করতে না হতো তাহলে সেই অর্থ দেশের শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতসহ বিভিন্ন খাতে ব্যয় করা গেলে উন্নয়ন অগ্রযাত্রায় আরও এগিয়ে যেতে বাংলাদেশ। দুবাইয়ে আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও সংযুক্ত আরব আমিরাতে করনীয় শীর্ষক সেমিনারে এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ধুঁকছে বিশ্ব। কোথাও অতিরিক্ত তাপমাত্রা ও খরা, আবার কোথাও অতিবৃষ্টিতে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা।জলবায়ুর এমন বৈরি আচরণের জন্য দায়ী না হয়েও রেহাই পাচ্ছে না বাংলাদেশ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, 'প্রতিবছর ৯ বিলিয়ন ডলার প্রয়োজন শুধু আমাদের যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন করতে।' 

এমন প্রেক্ষাপটে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে নবায়নযোগ্য জ্বালানি, পোশাকশিল্প, পর্যটন এবং তথ্য-প্রযুক্তিখাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে দেশি-বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানানো হয় সেমিনারে।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, 'বাংলাদেশের বিনিয়োগের সুযোগ রয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের পলিসি আছে সেটা খুবই বিনিয়োগ বান্ধব হবে।'

সেমিনারে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসাধারী ও বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হয়।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার বলেন, 'তারা যদি আরব আমিরাতের ভ্যাট-ট্যাক্স আইন না জানে তাহলে তাদের জরিমানার মুখে পড়তে হবে এবং তাদের এখানে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।'

সেমিনারে আমিরাত, ভারত ও শ্রীলঙ্কারও ব্যবসায়ীরা অংশ নেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর