এর পরই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে। দুপুর ৩টায় যেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এবং ৫২ বছরের মধ্যে জেলাটিতে সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
সাতক্ষীরায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, জেলাটিতে প্রথমবারের মতো সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ নওগাঁয় সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি, দিনাজপুরে ৪১ ডিগ্রি এবং সিরাজগঞ্জে ৪২.৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
এর আগে গতকালও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়। এদিন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২ মে) থেকে সারাদেশে না হয়ে অঞ্চলেভেদে জারি করা হচ্ছে নতুন হিট অ্যালার্ট। রোববার থেকে জারি করা তিন দিনের ( ৭২ ঘণ্টার ) চতুর্থ দফার হিট অ্যালার্ট শেষ হচ্ছে আগামীকাল। এর পরই অঞ্চলভেদে জারি হবে তাপপ্রবাহের নতুন সতর্কতা।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ মে থেকে সিলেট, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে৷ আর ৪ থেকে ৫ মে ঢাকাসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ সারাদেশে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান দাবদাহ খুলনা, রাজশাহী অঞ্চলে হিট অ্যালার্ট বজায় থাকার সম্ভাবনা বেশি। বাংলাদেশের পশ্চিম ও সংলগ্ন ভারতের অঙ্গরাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় এ অঞ্চলে তাপমাত্রা কমতে অপেক্ষা করতে হবে। তবে এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিনে তাপপ্রবাহ বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে।
যশোর ও রাজশাহী জেলাগুলোর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে।
ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।