আবহাওয়া অফিস জানায়, দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় বাতাসের আর্দ্রতা ছিল ১১ শতাংশ আর মেহেরপুরে ছিল ১৪ শতাংশ।
এর আগে গেল সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২০ এপ্রিল যশোরে এই তাপমাত্রার রেকর্ড হয়েছিল।
রাজশাহীতে আজ দুপুর ২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৪০.৮ ডিগ্রি ও মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
চলতি এপ্রিলে আরও একটি হিট এলার্ট জারি করা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে দেশের তাপমাত্রা কমবে না, বরং বাড়তে পরে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
গরমে ওষ্ঠাগত প্রাণ, গত ২২ এপ্রিল প্রথমবার সারাদেশে ৩ দিনের হিট এলার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। এর পর সারাদেশে তাপমাত্রা না কমায় ২৫ এপ্রিল হিট এলার্টের সময়সীমা ৭২ ঘণ্টা বাড়ানো হয়।
আজ আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের যে তাপমাত্রা আছে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে আশার খবর এই যে, পরের মাসের শুরুতে অর্থাৎ ২ মের পর থেকে সারাদেশে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।