পরিবেশ ও জলবায়ু
0

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে নোয়াখালীতে জলবায়ু ধর্মঘট

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করার দাবিতে নোয়াখালীতে প্রতীকী জলবায়ু ধর্মঘট করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও। একশনএইড বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার ( ১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে তারা। এতে নোয়াখালীর বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।

এ সময় তরুণরা জীবাশ্ম জ্বালানি এবং ক্ষতিকারক কৃষি ব্যবসায় করা বিনিয়োগ গুলোকে টেকসই প্রকল্প, নবায়নযোগ্য শক্তি এবং এগ্রো ইকোলজির দিকে পুনঃনির্দেশিত করার জন্য সরকারি বিনিয়োগ, ব্যাংক এবং বেসরকারি খাতের সংস্থাগুলোর কাছে দাবি জানান। 

ধর্মঘটে অংশগ্রহণকারীদের হাতে থাকা জলবায়ু সংকট নিরসন ও ন্যায়বিচার দাবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ডে পৃথিবীকে জলবায়ু সংকট থেকে বাঁচিয়ে তোলার আকুতির চিত্র তুলে ধরা হয়। একই সাথে ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করারও দাবি জানানো হয়। 

এ সময় বক্তব্য রাখেন এসএইচবিওর প্রতিষ্ঠাতা ফাহিদা সুলতানা, এক্টিভিস্ট সোহান রহমান, সাইদুর রহমান রায়হান, শামসুল আলম ফারুকসহ অনেকে। তারা সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী পশ্চিমা বিশ্ব এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে ভর্তুকি দেওয়ার দাবি জানান।

ইএ