আর মধ্যরাত পর্যন্ত ছুটির কোন নোটিশ না পেয়ে স্কুলে এসে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে দেরিতে নোটিশ পাওয়ার কথা বলছেন স্কুল প্রধানরা।
আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার শঙ্কায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী কাল পর্যন্ত রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।
তবে ছুটির বিষয় অজানা থাকায় রোববার সকাল থেকে স্কুল গেটে অনেক শিক্ষার্থী ও অভিভাবকদের দেখা যায়। আর রাত ১১টা পর্যন্ত স্কুল বন্ধের কোন নোটিশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, 'আমরা জানতাম না। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে সেখানেও জানানো হয়নি। জানলে তো আর স্কুলে আসতাম না। হয়তো নোটিশ দিতেই দেরি করেছে।'
অভিভাবকরা বলেন, ‘শিক্ষকরা মোবাইলে মেসেজ দিয়ে জানালে এই শীতের মধ্যে বাচ্চাদের নিয়ে আসতে হতো না।'
স্কুল বন্ধের নোটিশ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী-অভিভাবকরা
তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়েও সঠিক জানেন না বিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলেন, ‘ভোরে রওনা দিয়ে আসছি, এসে দেখি স্কুল বন্ধ। শীতের মধ্য আসতে অনেক কষ্ট হয়েছে।’
এদিকে স্কুল বন্ধের নোটিশ দেরিতে হওয়ায় কিছু শিক্ষার্থী সমস্যায় পড়েছেন বলে জানান প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল মাহমুদা।
তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে লিয়াজো করে সিদ্ধান্ত দিতে হয়। যার জন্য আমরা চাইলেও দিতে পারি না। হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিলে সমস্যা দেখা দিতে পারে। তাই আলোচনা করে দিলে বিশৃঙ্খলাও সৃষ্টি হবে না।’
রাজশাহী ছাড়াও জয়পুরহাটেও শীতের তীব্রতা বেড়েছে। রবিবার তাপমাত্রা ৯.৫ ডিগ্রিতে নেমে আসায় দুই দিনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।