পরিবেশ ও জলবায়ু
0

মাঘের শীতে কাঁপছে দেশ, হাসপাতালে বাড়ছে রোগী

মাঘের শুরুতেই তীব্র শীতে নাকাল দেশের বেশিরভাগ এলাকা। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ।

তীব্র ঠান্ডায় বরিশালে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না বেশিরভাগ মানুষ। তবে কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে জীবন-জীবিকার তাগিদে বের হচ্ছেন অনেকে। বেশি বিপাকে শ্রমজীবীরা। অতিরিক্ত শীতে কাজ না পাওয়ায় টান পড়ছে আয়-রোজগারে।

মেহেরপুরে গত কয়েকদিন ধরেই জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। বেলা বাড়লেও ঘন কুয়াশায় অনেক যানবাহন চালাতে হচ্ছে হেড লাইট জ্বালিয়ে।

এদিকে বোরো ধান লাগানোর মৌসুম চললেও তীব্র শীতের কারণে মাঠে যেতে পারছেন না কৃষক। এতে সময়মতো ফসল ফলানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কুয়াশার চাদরে ঢেকে আছে উত্তরের শস্যভাণ্ডার খ্যাত নওগাঁ। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। উষ্ণতা পেতে খুড়কুটো জালিয়ে আগুন পোহাচ্ছেন অনেকে।

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে না নামলেও হিমালয়ের কনকনে ঠান্ডা বাতাসে জবুথবু কুড়িগ্রামের বাসিন্দারা। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন অনেকে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মোঃ মনজুর এ-মুর্শেদ বলেন, 'শীতজনিত রোগের উপসর্গ দেখা দিলে তারাতারি হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করেন। একই সাথে আমরা হাসপাতালের বহিঃবির্ভাগ ও মাঠপর্যায়ে স্বাস্থ্যশিক্ষা প্রদান করছি।'

এদিকে, গেলো কয়েকদিনে তাপমাত্রা কমে যাওয়ায় খুলনা ও দিনাজপুরেও বেড়েছে শীতের প্রকোপ।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর