ঠাকুরগাঁওয়ে আবারও বেড়েছে শীত; বিপাকে নিম্নআয়ের মানুষ

কুয়াশাচ্ছন্ন প্রকৃতি
কুয়াশাচ্ছন্ন প্রকৃতি | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ে আবারও বেড়েছে শীতের প্রকোপ, বইছে হিমেল বাতাস। সেইসঙ্গে কুয়াশায় আচ্ছাদিত প্রকৃতিতে বৃষ্টির মতো ঝরছে শিশির। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ।

আজ (শনিবার, ৩১ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে রাস্তাঘাট, সকাল ৯টা পর্যন্ত সূর্যে র দেখা মেলেনি।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের রাস্তাঘাট কুয়াশায় ঢাকা পড়েছে। কাজের প্রয়োজনে যারা রাস্তায় বেরিয়েছেন তারা এমন অতিরিক্ত শীতের কারণে পরেছেন গরম কাপড়। হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষ। ঘনকুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

আরও পড়ুন:

জেলা প্রশাসকের দেয়া তথ্যানুযায়ী, এবারে শীতে প্রথম ধাপে মন্ত্রাণালয় থেকে শীতবস্ত্র কেনার জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ এসেছে। পরবর্তীতে ২য় ধাপে আরও ২৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ এসেছে শীতবস্ত্র কেনার জন্য।

এছাড়া প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাড়ে ১২ হাজার কম্বল এসেছে, যা এরই মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ