আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ (শুক্রবর, ৩০ জানুয়ারি) সেটি বেড়ে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায়ও তাপমাত্রা বেড়ে ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই। আগামী তিন দিনে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন:
আজ সকাল ৯টায় পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, আজ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ২ ফেব্রুয়ারি সোমবার দেশে বিভিন্ন এলাকায় কুয়াশা ও রাত-দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত এবং দিনের তাপমাত্রা আবার সামান্য বাড়তে পারে।
সকাল ৯টায় বিভাগীয় শহরগুলোর সর্বনিম্ন তাপমাত্রা ছিল—রাজশাহী ১২.৮, রংপুর ১৩.৭, ময়মনসিংহ ১৫.২, সিলেট ১৪.৫, বরিশাল ১৪.৬, চট্টগ্রাম ১৬.৩ এবং খুলনা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।





