আবহাওয়াবিদড. মো. আবুল কালাম মল্লিক বলেছেন, ‘ঢাকার আবহাওয়ার তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আগামীকাল আরও তাপমাত্রা বাড়তে পারে।’
তিনি আরও বলেন, ১৭ কিংবা ১৮ জানুয়ারির দিকে পুরো দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং দমকা বাতাস বয়ে যেতে পারে।

শীতকে উপেক্ষা করেই পথে বের হয়েছেন চাকরিজীবীরা। ছবি: এখন টিভি
এদিকে শীতের মধ্যেই স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও চাকরিজীবীদের বাইরে বের হতে হচ্ছে। তবে গত কয়েকদিনে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে, আর এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।
শীতে শিশুদের ঘরোয়াভাবে যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।