তিনি তার পরিবারসহ সকাল ১০ টার দিকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান, 'এই পর্যন্ত সব কেন্দ্রে সুুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে । আইনশৃঙ্খলা রক্ষায় ৪০ হাজারেরও বেশি সেনা সদস্য মাঠে আছে।'
এছাড়া সুষ্ঠু পরিবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সবসময় তৎপর আছে বলে জানান তিনি। নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে জানতে চাইলে সেনাপ্রধান জানান, 'ততদিনই মাঠে থাকবে যতদিন নির্বাচন কমিশন চাইবে। আপাতত ১০ জানুযারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। তবে নির্বাচন পরবর্তী সহিংসতা যদি হয় তাহলে প্রশাসনের সহায়তায় যে দায়িত্ব দেয়া হবে সে দায়িত্বই নিরপেক্ষভাবে পালন করবো।'
এদিকে বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
আর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভোট দেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এসময় তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পরবর্তী যেকোন পরিস্থিতি মোকাবেলায় বিমান বাহিনী প্রস্তুত আছে।