দেশে এখন
0

‘দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে’

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে এর থেকে উত্তরণ ঘটবে। ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান। এসময় বীরত্বপূর্ণ অবদানের জন্য ২৮ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেয়া হয়।

শুরু হয়েছে বিজয়ের মাস। রক্তঝরা একাত্তরে যাদের তাজা রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা তাদের সম্মানে ছিল ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা ও পদক বিতরণের আয়োজন।

আয়োজনের শুরুতেই সেনা প্রধান নিজে আসন ছেড়ে আমন্ত্রিত বীর সেনা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময়, ২০২৩-২০২৪ অর্থ বছরে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৮ সেনাসদস্যকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান বলেন, দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে, সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাসদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সামনে আরো সময় আছে। একটু ডিফিকাল্ট সময় পাড় করতে হবে আমাদের। এবং আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে সেজন্য আমাদের জন্য দোয়া করবেন।’

দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এই সংবর্ধনা অনুষ্ঠান করে থাকে।

এএইচ