উল্লেখ্য, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল এর সভাপতিত্বে গত রোববার থেকে তিন দিনব্যাপি এমইএস এর বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সচিব ও অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এমইএস এ কর্মরত সেনা, নৌ এবং বিমানবাহিনীর কর্মকর্তারা সশরীরে উপস্থিত থেকে এবং ভিটিসি এর মাধ্যমে সংযুক্ত হয়ে এই সম্মেলনে অংশগ্রহণ করেন।—আইএসপিআর