এ সময় সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমার শাখার চৌকস একদল ক্যাডেট গার্ড অব অনার প্রদান করেন।
এরপর তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনসিসি ক্যাডারদের উদ্দেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন,‘দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসি ক্যাডাররা একটি বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তোমাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে তোমার তোমাদের সংগঠনকে আরো সুসংঘটিত করবে, আরো ভালোভাবে প্রশিক্ষণ নিবে। দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্ম নিয়োগ করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মঈন খান, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা।