ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও নিজের ভোট দেওয়ার অনুভূতি জানান। সাংবাদিকদের উদ্দেশ্যে সিইসি বলেন, 'ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে অনাস্থা যেনো কটে যায়।'
ভোটার উপস্থিতি নিয়ে কোনো কথা বলেননি প্রধান নির্বাচন কমিশনার। আইনশৃঙ্খলার বিষয়ে সংশ্লিষ্টরাই কথা বলবেন বলে সাংবাদিকদের জানান কাজী হাবিবুল আউয়াল।
দায়িত্ব নেওয়ার পর থেকে সিইসি বলে আসছেন, এই নির্বাচনকে সুষ্ঠু করতে যা করার তাই করবেন তিনি।