দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান 'মিট দ্যা প্রেস'-এ একথা বলেন তিনি। জানান, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী।
দুপুর তিনটার আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সকল সদস্য। শুরুতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন প্রক্রিয়া, প্রস্তুতি, শৃঙ্খলা, ভোটার তথ্য, কেন্দ্র ও পর্যবেক্ষকদের নিয়ে সার্বিক তথ্য দেন। সকল কেন্দ্রে গিয়ে সাংবাদিকদের পর্যবেক্ষণ করার আহ্বান জানান সিইসি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, 'আমাদের নির্বাচন দেশি বিদেশি পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন। আমি আশা করি আপনারা সবাই বিভিন্ন পোলিং স্টেশন যাবেন এবং পর্যবেক্ষণ করবেন।'
নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে এমন প্রশ্ন আসে সিইসি'র প্রতি। শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংকট দেখা দিতে পারে শঙ্কা প্রকাশ করে কমিশনার জানান, স্বচ্ছ নির্বাচন করার জন্য সব ধরনের চেষ্টা আছে কমিশনের।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, 'নির্বাচন সবসময় শান্তিপূর্ন হয় না। প্রার্থীদের সমর্থকরা আবেগের বশে অনেক সময় শান্তিপূর্ণ ভোটে বাধা সৃষ্টি করতে পারে।'
ভোটের দিন সকালে বেশিরভাগ কেন্দ্রে ব্যালট পেপার যাবে জানিয়ে সব প্রার্থীকে ভোট কর্মকর্তাদের সহায়তা করার আহ্বান জানান। বলেন, 'কে বিরোধী দল হবে, তা নির্বাচন কমিশনের বিবেচ্য নয়।'
নির্বাচনের গ্রহণযোগ্যতা ও সংসদে কে বিরোধী দল হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'গ্রহণযোগ্যতার কোন মানদণ্ড নেই, এটি আপেক্ষিক। তাছাড়া বিরোধী দল কে হবে তা নির্বাচন কমিশনের বিবেচ্য বিষয় নয়, তার রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে।'
যানবাহনে আগুনের ঘটনা দুঃখজনক উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, কোথাও কোথাও ভোটকেন্দ্রেও আগুন লাগানোর চেষ্টা চলছে।