এরইমধ্যে ভোটের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে কমিশন।
নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৯৭ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯ জন। এবারের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন।
মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এসব কেন্দ্রের ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি।
নির্বাচনে সাধারণত ভোটের আগের দিন রাতে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। তবে এবারের নির্বাচনে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে। কিন্তু দুর্গম এলাকায় আগের দিনই যাবে ব্যালট পেপার।
এরইমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে গোপন ব্যালটে এই ভোট প্রদান করেছেন তিনি।