বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সাকিবের নির্বাচনী প্রচারণায় যোগ দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন।
মাগুরার পাশের জেলা নড়াইলের সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফির আগমনে সাড়া পড়ে যায় জনমনে।
মাশরাফি তার সতীর্থ খেলোয়াড়দের নিয়ে মাগুরা জেলা পরিষদ ডাকবাংলো আসেন দুপুর সাড়ে ১২টায়। সেখান থেকে তিনি মাগুরা শহরে চৌরঙ্গীর মোড় থেকে হুডখোলা গাড়িতে চড়ে সাকিবকে সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন। ভায়নার মোড় হয়ে পুরো শহর একসঙ্গে ঘুরে-বেড়ান তারা। এ সময় তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেন স্থানীয়রা।
বিভিন্ন ইস্যুতে সবসময়ই আপনজনের মতো পাশে থাকা প্রিয় খেলোয়াড় মাশরাফিকে শেষ মুহূর্তে পাশে পেয়ে আনন্দিত সাকিব। অন্যদিকে, নির্বাচনী প্রচারে মাশরাফি জানান, মাগুরা তার অত্যন্ত পরিচিত শহর। এবার এ শহরের নতুন কাপ্তানকে সবাই ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন ম্যাশ।
মাঠের ক্রিকেটে একসঙ্গে যেমন মাশরাফি-সাকিব লড়াই করে প্রতিপক্ষকে করেছেন ঘায়েল। ঠিক একইভাবে নির্বাচনী মাঠেও একে অপরের পাশে থেকে জিতে গেলেন মাগুরাবাসীর হৃদয়।