এখন ভোট
0

ভোটে সংঘাত পরিহারের আহ্বান শেখ হাসিনার

নির্বাচনের দিন কোন ধরণের গোলযোগ চায় না আওয়ামী লীগ। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে রাজশাহী, গাইবান্ধা, টাঙ্গাইল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সন্দ্বীপে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি।

প্রতীক বরাদ্দের পর সরাসরি কিংবা ভার্চুয়ালি কয়েকটি জনসভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। প্রচারের শেষ দিকে এসে বুধবার আরও ৫ টি জেলা এবং এক উপজেলায় ভার্চুয়ালি জনসভা করেন শেখ হাসিনা।

গাইবান্ধা, রাজশাহী, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রামের সন্দ্বীপে দলীয় নেতাকর্মীরা যোগ দেন স্থানীয় সভায়। অপর প্রান্তে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলীয় প্রধান শেখ হাসিনা।

সভার শুরুতে বিদেশিদের চক্রান্তের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, 'নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্ত জরুরি। এই দেশ নিয়ে অনেকেই খেলা খেলতে চায়। আপনাদেরকে নৌকায় ভোট দিয়ে এর জবাব দিতে হবে। নির্বাচন উন্মুক্ত আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিন।'

শেখ হাসিনা আরও বলেন, 'দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ সরকার রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পেরেছে। মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোটপ্রয়োগ করতে পারে। একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করি।'

সংঘাতমুক্ত নির্বাচন করতে দলীয় কর্মীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর