দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। জাসদের নির্বাচনী ইশতেহারে আছে ...
১. জাসদ সার্বজনীন খাদ্য নিরাপত্তা, সার্বজনীন স্বাস্থ্য নিরাপত্তা, সার্বজনীন শিক্ষা, সার্বজনীন সামাজিক নিরাপত্তা ও সার্বজনীন ইন্টারনেট অভিগম্যতাকে নাগরিকের আবশ্যিক মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা।
৩. বিকেন্দ্রীকরণ ও স্তরে স্তরে নির্বাচিত জনপ্রতিনিধির নেতৃত্বে জনগণের স্ব-শাসন কায়েম করা।
৪. শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মেহনতি জনগণের অধিকার, মর্যাদা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে 'উচ্চকক্ষ' গঠনসহ দ্বিকক্ষ-বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু করা।
৫. প্রচলিত আসনভিত্তিক নির্বাচনের বদলে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষের সকল শ্রম, কর্ম, পেশার জনগণের প্রতিনিধির সাথে সাথে স্ব-শাসিত স্থানীয় সরকারের প্রতিনিধিদের দেশ পরিচালনায় ভূমিকা রাখায় গুরুত্ব আরোপ।
ইশতেহারে রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক নীতি, সামষ্টিক অর্থনৈতিক নীতি, উন্নয়ন নীতি, খাতওয়ারী নীতি, বিশেষ জনগোষ্ঠীর জন্য নীতি, জাতীয় নিরাপত্তা নীতি, পররাষ্ট্রনীতির বিষয়ে দলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়েছে।
জাসদের ইশতেহারে আরও বলা হয়, দলের প্রার্থীরা নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করলে দলের নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে সংসদীয় ভূমিকা পালন করার পাশাপাশি সমানতালে রাজপথে রাজনৈতিক ভূমিকা পালন করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ মনোনীত ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৬৩ জন দলীয় প্রার্থী দলীয় প্রতীক 'মশাল' এবং ৩ জন প্রার্থী ১৪ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ৬৬ টি আসনের বাইরে বাকি ২৩৩ টি আসনে জাসদ ১৪ দলের অভিন্ন প্রার্থীদের সমর্থন প্রদান করেছেন।